মোঃ হায়দার আবু হান্নানঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৃথিবীকে চির বিদায় জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক রানা (১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী । আত্মহত্যাকারী তৌফিক রানা হলেন, নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গুচ্ছগ্রামের মোস্তফা মন্ডল এর ছেলে।
তৌফিকের পরিবার সূত্রে জানা গেছে গতকাল শনিবার দিবাগত রাত ১টারদিকে ভোটের প্রচারণা শেষে তার বাবা মোস্তফা বাসার দরজায় কড়া নাড়লে তৌফিক নিজে দরজা খুলে দেয়। তার বাবা বাসায় প্রবেশ করেন এবং যে যার ঘরে শুয়ে পড়েন। রাত্রি ২টার পরে কোন এক সময়ে তৌফিক তার শয়ন ঘরে সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। সকালে সে ঘরের দরজা না খুললে তার বাবা মা জানালা দিয়ে দেখেন যে সিলিং এর সাথে তার দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মৃতদেহ মাটিতে নামায়। সংবাদ পেয়ে সাপাহার সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) এসএম সবুজ রানা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply