মোঃ রবিউল ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের পেশাজীবী থানার উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সাভারের একটি কলেজ অডিটোরিয়ামে টিএস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পেশাজীবী থানার সেক্রেটারি এডভোকেট রাশেদ কামাল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী থানার আমীর এবং জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব আসাদুজ্জামান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজাল হোসেন বলেন, ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার সকল শহীদের শাহাদাত কবুলিয়াত কামনা করেন। জনশক্তিকে সৎ, যোগ্য, আমানতদারী, গণমূখী চরিত্র, মানবতার কল্যানে কাজ করা, জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামি আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা জানা এবং পরকালের জবাবদিহিতার কথা মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইকামাতে দ্বীনের কাজ করার আহবান করেন। এছাড়াও সিরাতের মাস হিসেবে নবীর জীবনী জানার চেষ্টা করা এবং সমাজে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা।
মাওলানা হোসেন বলেন, বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীর উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে তারপরও সংগঠনের ব্যাপক বিস্তৃতি ঘটেছে এবং জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে। তাই সর্বস্তরের জনশক্তিকে ময়দানে সর্বচ্চো সময় দিয়ে ইকামাতে দ্বীনের কাজ করার আহবান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, ইকামাতে দ্বীনের কাজের জন্য সংঘবদ্ধ হওয়া জরুরি, সংগঠনভূক্ত হওয়া জরুরী। তাই অধিক সংখ্যক জনগণের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে, সমাজের কোনো ঘর যেন জামায়াতে ইসলামীর দাওয়াত থেকে বঞ্চিত না হয়। এজন সংগঠনের সকল স্তরের জনশক্তিকে আশপাশের প্রত্যেক বাড়িতে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আহবান জানান।
সভাপতির বক্তব্যে থানা আমীর আসাদুজ্জামান বলেন, অন্যায়, জুলুম বর্তমানে শূন্যের কোটায়, পরিবেশ অনুকূল, এই সময়টা কাজে লাগাতে হবে। নিচের জানমাল দিয়ে সংগঠন করতে হবে। সময়ের কোরবানি দিতে, সমাজের সকল জনগণের কাছে ইসলাম, ইসলামি আন্দোলন ও ইকামাতে দ্বীনের কাজ সম্পর্কে মানুষকে বুঝাতে হবে, সামাজিক করে মানুষের পাশে থাকতে হবে এবং সংগঠনে সম্পৃক্ত করতে হবে।
এছাড়াও থানার কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন স্তরের ওয়ার্ড দায়িত্বশীলগন টি এস প্রোগ্রামে উপস্থিত থাকেন।
Leave a Reply