নিজস্ব প্রতিবেদক: নর্থইষ্ট মেডিকেল কলেজ দিবস-২০২৪ পালন উপলক্ষে এক সেমিনার ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান গতকাল ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নর্থইষ্ট মেডিকেল কলেজ এর ২৮ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান পালন করা হয়।
নর্থইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজাল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ. মূসা এম এ কাইয়ুম, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আজিজুর রহমান, সেক্রেটারি আব্দুল ওয়াহিদ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম নাজমুল ইসলাম, নর্থইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের হোস্টেল সুপারিনটেনডেন্ট ও ডিরেক্টর অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম।
ডঃ মুহাম্মদ উমর বিন আব্দুল আজিজ ও ডাঃ শারমিন সুলতানা স্বপ্ন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ বশির উদ্দিন। বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার নাহিদ দিলওয়ারা, আবু আহমদ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী ও কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডাক্তার মোহাম্মদ আফজাল মিয়া বলেন, জীবনে কোন কিছুই একার পক্ষে করা সম্ভব নয়। তেমনি সকলের সহযোগিতায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ খুব কম সময়ে তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌছুতে সম্ভব হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত যারা এই কলেজের জন্য শ্রম এবং অর্থ দিয়েছেন তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন উল্লেখ করে তিনি বলেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ বৃহত্তর সিলেটবাসীর জন্য চিকিৎসা সেবার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ২৮ বছর আগে এই কলেজের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে নর্থ ইস্ট মেডিকেল কলেজের অবস্থা দ্বিতীয়তে উন্নীত হয়েছে। খুবই শীঘ্রই এই কলেজ ১ম গ্রেডে উন্নীত হবে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply