নিজস্ব প্রতিবেদকঃ মুলাদী উপজেলা সমিতি ঢাকার আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক হিমু ও কার্যকরী সদস্য মোঃ ইউনুস আলী রবিকে ফুলেল শুভেচছা জানিয়েছেন মুলাদী উপজেলা সমিতি ঢাকা। শুভেচ্ছা প্রদান উপলক্ষে ধানমন্ডির পানসী হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, কাজী জিয়াউল আহসান শাহনেওয়াজ, হিজলা কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক। বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী, সহ- সাংগঠনিক সম্পাদক এডভোকেট এনামুল হক বিপ্লব, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মুরাদ হোসেন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক মোঃ সালাউদ্দিন সোনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জিয়াউর রহমান আকন, কার্যকরী সদস্য ফারুক আলম লিটন, মোঃ মাহবুব আলম সরদার প্রমুখ। অনুষ্ঠানে নব নিযুক্ত বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট ইউনুস আলী রবি ও এডভোকেট মোঃ মোজাম্মেল হক হিমু তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা বলেন, আজকের এই শুভেচ্ছা জীবনের শ্রেষ্ঠ অর্জন। এ মুহুর্ত আজীবন মনে থাকবে। তারা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করার জন্য মুলাদী উপজেলা সমিতি ঢাকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply