কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: একই বংশীয় লোকজনের মাঝে পৈতৃক ও ক্রয়কৃত জমি সংক্রান্ত বিরোধের জের হামলা-মামলা সহ দফায়-দফায় বেশ কয়েকবার কলহের সৃষ্টি।
এমন ঘঠনার প্রেক্ষিতে বেশ কয়েকবার দরবার সালিশ হলেও মিমাংসা হয়নি কোন পক্ষই। এর ধারাবাহিকতায় সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া, ওয়ার্ড কাউন্সিল হাবিবুল্লাহ অলির হস্তক্ষেপে দীর্ঘ ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হয়।
জানা যায়, নান্দাইল পৌরসভার ৩নং ওয়ার্ড ঝালোয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে আলাল উদ্দিন ও মৃত সোহরাব মৌলবীর ছেলে আব্দুল খালেক গং দের সাথে দীর্ঘ ৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল।
পরে স্থানীয় লোকজন ও মেয়র, প্যানেল মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলের হস্তক্ষেপে এই বিরুদ্ধের নিষ্পত্তি হয়।
উক্ত সালিস-দরবারে আরও উপস্থিত ছিলেন, ১০নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, সাবেক ওয়ার্ড কাউন্সিল সিদ্দিক বেন্ডার, জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক এনামুল হক বাবুল, জালাল উদ্দীন মন্ডল, সারোয়ার জাহান রাজিব, হান্নান আল-আজাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন, ইউসুফ আলী ভূইয়া, সিদ্দিক খান, কামরুজ্জামান সাজু, বাদল, মেহেদী হাসান ফরহাদ সহ আরও অনেকেই।
গ্রাম্য সালিশে উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা সাপেক্ষে ও দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেন এই সালিশ-দরবারের মিমাংসা করেন উক্ত দরবারি গণ।
Leave a Reply