শাহাদাৎ হোসেন সরকারঃ মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছেন সাধারণ মানুষ। সরকারী ভাবে হাইকোর্টের নির্দেশ মহাসড়কে চলাচল করতে পারবেনা লেগুনা,অটো ইজিবাইক, সিএনজি সহ অটোরিকশা। তবে এসকল যানবাহন হাইওয়ে রাস্তায় চলাচল নিষিদ্ধ ঘোষণা করলেও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছেন এসকল যানবাহন, নিরব প্রশাসন। প্রসঙ্গঃ বাংলাদেশে প্রতি বছর সড়ক দূর্ঘটনায় হারিয়ে গেছে অসংখ্য তাজা প্রাণ,সন্তান হারিয়েছি মা, মা-বাবা হারিয়েছে সন্তান। একারণেই হাইওয়ে রাস্তায় এসকল গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার নির্দশ দেন মহামান্য হাইকোর্ট।
ইতিপূর্বে হাইওয়ে থানা পুলিশ কর্তৃক অবৈধ এসকল গাড়ির বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করলেও বর্তমানে রক্ষকরাই হয়েছেন ভক্ষক। জানা যায় হাইওয়ে থানা কে মাসিক মাসোহারা দিয়ে হাইওয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এ সকল যানবাহন। আরো জানা যায় আশুলিয়া বাজার থেকে সিএন্ড বি হয়ে সাভার সহ আমিন বাজার পর্যন্ত প্রায় ১০টি ব্যানারে প্রায় পাঁচ শতাধীক লেগুনা গাড়ি চলাচল করে,যা সম্পূর্ণ অবৈধ। এদের না আছে ফিটনেস না আছে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স না আছে গাড়ির কাগজপত্র অন্য রাস্তার গাড়ি চলছে এই রাস্তায় যাহা সম্পূর্ণ নিষিদ্ধ? যাহা দেখার কেউ নেই। মহাসড়কে এসকল গাড়ি দাফিয়ে বেড়ালেও কোন ব্যবস্থা নিচ্ছেন না হাইওয়ে থানা পুলিশসহ ঢাকা জেলা ট্রাফিক পুলিশ।
এই সুযোগে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা, ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ । একাধিক ড্রাইভার ও মালিকদের সাথে কথা বলে জানা যায় তারা প্রশাসন কে ম্যানেজ করেই রাস্তায় চলাচল করেন । তবে বর্তমানে মহাসড়কে পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা। এদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কঠোর আইনি কোন ব্যবস্থা,তাদের কাছ থেকেও চলছে রেকার বিল বাণিজ্য।
,তবে এখনো পর্যন্ত অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ করতে পারেনি সাভার হাইওয়ে থানা পুলিশ। সাধারণ পথচারীদের সাথে কথা বলে জানা যায় শুধু ফিটনেস বিহীন গাড়ি নয় হাইওয়ে রাস্তার পাশ দিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গা যেমন পলাশ বাড়ি উইটার্ন্ড ইট বালির দোকান, শ্রীপুর বাঁশে দোকান, বলিভদ্র কাচামালের দোকান এছাড়াও , সাভার উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে এসকল স্থাপনা।
এদের বিরুদ্ধেও নেওয়া হয় না আইনি কোন ব্যবস্থা। এসকল কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এবিষয়ে মোঃ আইয়ুব আলী ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার হাইওয়ে থানা কে জানতে চাইলে তিনি বলেন আমাদের সাথে তাদের কোন সম্পর্ক নেই, এসকল গাড়ি আগে থেকেই চলাচল করে, আমরা এসকল গাড়ি ধরে প্রতিনিয়ত মামলা দিচ্ছি এবং আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply