আর এ লায়ন সরকার জেলা প্রতিনিধি নরসিংদী:
আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নরসিংদী মাস্তানি করতে দিবো না। মাস্তানি করতে আসলে পিষে দিবো বলে মন্তব্য করেছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতীক) এমপি।
রবিবার (২৩ জুন) দুপুরে নরসিংদী জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যারা দলের নাম ভাঙ্গিয়ে মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করে তারা দলের কেও না। তাঁরা দলের সুনাম নষ্ট করছে। ঐক্যবদ্ধ থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। আজ থেকে ৭৫ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সব উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় নরসিংদী জেলা আওয়ামী লীগ আরও গতিশীল হবে এবং এগিয়ে যাবে। আওয়ামী লীগকে জনগণ ভালোবাসে বলেই আমাকে আপনারা আপনাদের ভোটে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত করছেন। আমি নরসিংদীর মানুষের অধিকার প্রতিষ্ঠা, ভাগ্যোন্নয়ন ও উন্নয়নে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। দীর্ঘ ৭৫ বছরের পথচলায় অধিকাংশ সময় দলের নেতৃত্ব দিয়েছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাদের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ আজ বিশ্ব দরবারে রাজনৈতিক দল হিসেবে সুনাম অর্জন করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খোকার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের ২দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ, সংসদ সদস্য ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, বণার্ঢ্য র্যালী, আলেচনা সভা, দোয়া মাহফিল, প্রীতিভোজ ও প্রামাণ্য চিত্র পরিদর্শনের আয়োজন করা হয়। র্যালীটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়।
এসময় জেলা আওয়ামী লীগ জিএম তালেব হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (বীর প্রতিক) এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এস এম কাইয়ুম, আলহাজ্ব আশরাফ হোসেন সরকার, ভিপি মিয়া মোঃ মঞ্জুর, মোঃ রিপন সরকার, কায়কোবাদ হোসেন কানু, ব্যারিস্টার মোঃ আদনান সরকার, আহসানুল ইসলাম রিমন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও নরসিংদী ও মাধবদী থানা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, তাঁতী লীগ, মৎসজীবি লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশনেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান আসাদ।
Leave a Reply