বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : কালুরঘাট ফেরিঘাটে নৌকা থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস উদ্ধারে নদী খোঁজ চালাচ্ছে।
শনিবার(২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদুর শুক্কুর বলেন, ফেরিঘাটে নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নদী পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন তলিয়ে গেছেন নদীতে।
নিখোঁজ ব্যাক্তিকে খুঁজতে কাজ কালুরঘাট ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিস ডুবুরি দল।
Leave a Reply