অলি আহমেদ জয়: ‘দাঁত থাকতে দাঁতের মর্যাদা নিন’-এ প্রত্যয় নিয়ে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের উদ্যোগে ২-৩ জুন ২০২৪ তারিখে ঢাকা কমার্স কলেজ হলরুমে ৮ম ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. ওয়ালী উল্যাহ্। কর্মসূচির প্রধান উপদেষ্টা ছিলেন ক্লাব মডারেটর ও চার্টার প্রেসিডেন্ট প্রফেসর এস এম আলী আজম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ডিরেক্টর, শিক্ষার্থী উপদেষ্টা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচির আহ্বায়ক ছিলেন ক্লাব সমাজসেবা পরিচালক আদিত্য আজম মাহি। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আদিবা আজম মাটি, সচিব আব্দুল্লাহ আল গালিব, সভাপতি ইলেক্ট ইফতেখার আলম প্রান্ত, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান সাহস, রোটার্যাক্টর অসীম, সাদ, জিহান, আতিক, সাফকাত, সাহাল, নিঝুম প্রমুখ।
অনুষ্ঠানে দু’দিনব্যাপী ঢাকা ডেন্টাল কলেজের বর্তমান ও প্রাক্তন ৭ জন মেডিকেল অফিসার ঢাকা কমার্স কলেজের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীর দাঁতের প্রাথমিক চিকিৎসা করেন। কর্মসূচিতে ৫ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে পেপসোডেন্টের সৌজন্যে বিনামূল্যে টুথপেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা ডেন্টাল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ও ডেন্টকিউর পরিচালক ডা. আতাউর রহমান শিক্ষার্থীদের দাঁতের যত্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
Leave a Reply