রাকিবুল হাসান(রকি) শিবচর প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচরে ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২ জুন) দুপুরে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কাজীকান্দি আব্দুল মজিদ হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা থেকে পাটচাষীরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বানিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী উকিল। বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক জনাব মো: জাহিদুল ইসলাম।
কর্মশালায় পাটচাষীদের পাটের বীজ উৎপাদন, পাট চাষ এবং পাট পচন বিষয়ে সঠিক ধারনা প্রদান করা হয়। আধুনিক পদ্ধতিতে পাটের পচন, উন্নত পাটবীজ উৎপাদন বিষয়ে কৃষকদের ধারণা দেয়া হয়। এসময় কৃষকেরা কর্মকর্তাদের কাছে অাধুনিক পাটচাষ সম্পর্কে প্রশ্নউত্তরের মাধম্যে ধারণা নেন।
বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং বিজেএ’ র সদস্য কাজী মো: মনিরুজ্জামান জামানের সার্বিক তত্বাবধানে অন্যদের মধ্যে আরও রাখেন বাংলাদেশ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রনজিৎ কুমার ঘোষ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেনন, বিজেএ, ঢাকা অফিসের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিজেএ, ঢাকার উর্ধ্বতন হিসাব রক্ষক জনাব মো: নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।
Leave a Reply