নিজস্ব প্রতিবেদকঃ
রিটায়ার্ড জাজ এসোসিয়েশনের চেয়ারম্যান ড, শাহজাহান সাজু এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়ার পিতা মাতাসহ সকল মৃত্যু মানুষের বিদেহী আত্বার মাখফিরাত কামনায় ১ জুন বাদ জোহর ২১ পুরানা পল্টন লাইনের ডিএনএসএস মিলনায়তনে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন রিটায়ার্ড জাজ এসোসিয়েশনের চেয়ারম্যান ড, শাহজাহান সাজু, সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজউক জামে মসজিদের খতিব মাওলানা মোখলেছুর রহমান কাসেমী। এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
Leave a Reply