মোঃ শহিদুল ইসলাম: ০১ জুন রোজ শনিবার লালমনিরহাটের সদর উপজেলার দুরাকুটট গরুর হাটে গলাকাটা টোল আদায়ের খপ্পরে পড়েছে সাধারন জনগন ও গরু ব্যবসায়ীরা আদায় করা হচ্ছে গরু প্রতি সরকার নির্ধারিত ৩৫০ টাকার বদলে ৭০০ টাকা ও ছাগল ৬০ টাকার বদলে ৩০০ টাকা করে।টোল আদায়ের মুল্য বিহীন রশিদ প্রদান করে ইজারাদার কতৃপক্ষ ফাঁকি ও প্রতারনা করে আসছেন ক্রেতা- বিক্রেতাদের সাথে। আজ ০১জুন দুরাকুটি গরুর হাটে সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন ধরে হাটগুলোতে এসব অতিরিক্ত টোল আদায় করা হলেও প্রশাসনের কোন পদক্ষেপ লক্ষ করা যায়নি। তবে দুরাকুটি গরুর হাটে আজ উপজেলা নির্বাহী অফিসার নির্দেশে ছোট্ট আকারে একটি টোল চার্ট টাঙ্গানো হয়েছে।
স্থানীয়দের দাবি প্রতিনিয়ত অতিরিক্ত টোল আদায় করা হলেও এ বিষয়ে কোনরুপ প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে সাধারন জনগন ও গরু ব্যবসায়ীরা দাবি করেন।
Leave a Reply