এস এম জহিরুল ইসলামঃ
আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য , মুলাদী উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ ছত্তার খান। এই দিনে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যুব জাগরনের নেতা। তার চোখে সব সময় ছিল উন্নয়ন আর উন্নয়ন। বেকারত্ব নিরসনে তিনি তৃণমূল পর্যন্ত শিল্পায়নের পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাস্ট্র বিনির্মানে তার স্বপ্ন ছিল গভীরে। কিন্ত রাজনৈতিক দুর্বৃত্তরা সেই দিন সেই স্বপ্নকে হত্যা করেছিল।
আঃ ছত্তার খান আরও বলেন, শহীদ প্রেসিডেন্টের সেই লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে তার সৈনিকেরা সদা সোচ্ছার। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্বার মাখফিরাত কামনা করেন এবং আগামী প্রজন্মকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবন গঠনের আহবান জানান।
Leave a Reply