টাঙ্গাইল জেলা প্রতিনিধি মনিরুজ্জামান: ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পুংলী ব্রিজের কাছেই এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাভার্ডভ্যানের চালক মোঃ আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায় বলে জানা যায়। তবে তাৎক্ষণিক নিহত হেলপারের পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ। তবে পুলিশ ও স্থানীয়রা জানান ভোরে লরি ও কাভার্ডভ্যানটি ঢাকা দিকে যাচ্ছিল পাথিমধ্যে পুংলী ব্রিজের কাছে পৌঁছলেই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লরির পিছনে থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে চালক ও হেলপার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মরাদেহ দুইটি উদ্ধার করেন। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুল রহমান জানান খবর পেয়ে মরাদেহ দুইটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply