এস এম জহিরুল ইসলামঃ
আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তাকে বিজয়ী করতে শুধু মুলাদীবাসী নয়, ইতিমধ্যে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের সব এলাকা থেকে ভোটাররা ভোট দিতে আসতে শুরু করেছেন। তারা আনারস প্রতীকের বিজয়ের জন্য নিজ উদোগে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন। লক্ষনীয় বিষয় যে, ঢাকাস্থ মুলাদীবাসীর শত শত ভোটার এখন মুলাদীতে অবস্থান করে আনারসকে বিজয়ী করার জন্য কাজ করছে। তার মধ্যে তরুন ব্যবসায়ী ও চরকালেখান ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাহিদ হোসেন শিপন অন্যতম। তিনি তার সফর সংগীদের নিয়ে আনারসকে বিজয়ী করতে দিনরাত প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একাধিক টিম করে তারা বাড়ী বাড়ী গিয়ে আনারসের প্রার্থীর নানা গুনের কথা ভোটারদেরকে বলছেন। আগামীতে পুনরায় নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি স্মার্ট মুলাদী গড়ার চেস্টা করবেন।
স্থানীয় ভোটাররাও আনারস প্রতীকে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে ভোট দেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, মিঠু খানকে আমরা সব সময় কাছে পাই। আগামীতে তাকেই আমরা পুনরায় মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
Leave a Reply