নিজস্ব প্রতিবেদক:বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) বগুড়া জেলা শাখার উদ্দোগে বগুড়ায় তৃষ্ণার্ত তিনশো পথচারীদের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করা হয় । শুক্রবার বেলা এগারোটার দিকে বগুড়া পৌরসভার গেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করে আরজেএফ বগুড়া জেলা শাখা। কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব,রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও বগুড়া জেলা শাখার সভাপতি শাহ্ মেহেদী হাসান লিটনের সভাপতিত্বে আরো যারা উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আরজেএফ’র সহ-সাংস্কৃতিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক,কেন্দ্রীয় সহ-আপ্যায়ন সম্পাদক ও বগুড়া জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক ঈশা খাঁ,জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো আতিকুর রহমান,কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য,মুখলিছুর রহমান মুকুল,অধ্যাপক মোঃ নজরুল ইসলাম ফারুকী,এনামুল হাসান,জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক হাফসা খাতুন,বগুড়া জেলা শাখার নির্বাহী পরিষদ সদস্য মোঃ সারিক আহমেদ,সাধারণ পরিষদ সদস্য মোঃ আল মামুন ও স্বেচ্ছাসেবক মোঃ রিদোয়ানুল্লাহ তুষার ।
Leave a Reply