লেখক :আকতার আতা:
তোর সাথে দেখা হলো ষোল বছর পর,
স্বামী নিয়ে সুখেই আছিস ভেঙে খেলার ঘর।
তোর সামনে পাঁক ধরেছে ভরা মাথার চুল,
আজও আছে আগের মতোই তোর চিবুকের টোল।
তোকে দেখে আজ আমার জানতে ইচ্ছে করে,
পাঠশালার সেই দিনগুলো কি আজও মনে পড়ে?
চলনবিলে শাপলা শালুক তুলতে তুই এখন কিযাস?
আগের মতো সংগী খুঁজে আমার মতো এখন কি পাস?
হঠাৎ বজ্রপাতের শব্দ শুনে কাঁপে কি তোর বুক?
চুপসে ভেজা ওড়না খুলে ঢেকে রাখিস মুখ।
আষাঢ় এলে খুশি মনে বৃষ্টিতে কি ভিজিস?
কলমি ফুলের ডগা সরিয়ে ব্যাঙের পোনা খুঁজিস,
জানিস এখন বর্ষা এলে তোকে মনে পড়ে,
তুই থাকিস অনেক দূরে অন্য কারো ঘরে।
থাকিস তুই মনন জুড়ে আমার লেখার পাতায়!
ষোল বছর চলছি লিখে আমার মনের খাতায়।
Leave a Reply