শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ওপর দিয়ে ফের কালবৈশাখীর তাণ্ডব বয়ে গেছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এই ঝড় বয়ে যায়।
মাত্র ছয় মিনিটের ঝড়ে আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে ৫০-৬০টি ঘরবাড়ি বিধ্বস্ত এবং ২০-৩০টি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরসহ শতাধিক গাছপালা ভেঙে পড়েছে।
বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
জানা যায়, ঝড়ে আদমপুর ইউনিয়নের কোনাগাঁও, আদখানি, মধ্যভাগ, কেয়ালিঘাট, তেতইগাঁও, হখতিয়ারখোলা গ্রামের ১০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আদখানি এলাকার বদরুনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীর গাছ পড়ে ধসে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে রাস্তা ও বাড়ির গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মধ্যভাগের শাব্বির এলাহী বলেন, বিকেলে হঠাৎ সাত-আট মিনিটের ঝড়ে গ্রামের বেশ কয়েকটি ঘরবাড় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় মাধবপুর ইউনিয়নেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাত্রখোলা, মাধবপুর,নোয়াগাঁও, ছয়চিড়ি, পারুয়াবিল ও মাধবপুর চা বাগান এলাকায় গাছপালা, ঘরবাড়ি ভেঙে পড়েছে।
মাধবপুর গ্রামের শাওন আহমদ জানান, তাদের গ্রামে পাঁচ-ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে।
একাধিক গাছ ভেঙে পড়েছেইসলামপুরেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে গোলেও হাওর, মোকাবিল, কুরমাসহ প্রায় ১০টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী বলেন, তার ইউনিয়নে ৪০টির মতো ঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে চা বাগান এলাকায় বেশি ঘর ধসে পড়েছে।
বিদ্যুতের ডিজিএম গোলাম ফারুক মীর জানান, তিনটি ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, কমলগঞ্জে তিনটি ইউনিয়ন ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি হয়। এতে উপজেলার পতনউষার ও শমশেরনগর ইউনিয়নের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়।
Leave a Reply