এস এম জহিরুল ইসলামঃ অব্যাহত তীব্র তাপদাহে পথচারী, পরিবহন শ্রমিক, সাধারণ মানুষ যখন অতিষ্ঠ ঠিক তখনই তাদের তৃষ্ণা মেটাতে পাশ দাড়িয়েছে ঢাকার খিলগাঁও থানাধীন গোড়ান শান্তিপুর এলাকার যুব সমাজ। শুক্রবার বাদ জুমা স্থানীয় মুসুল্লি, পথচারী, পরিবহন শ্রমিক, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সুস্বাদু শরবত বিতরন করছে তারা। স্থানীয় যুবকরা সারিবদ্ধভাবে দাড়িয়ে শরবত বিতরন করছে। তৃষ্ণার্ত মানুষ দাড়িয়ে শরবত পান করে একটু স্বস্তি ফিরে পাচ্ছে। পরিবহন শ্রমিকরা এ শরবত খেয়ে খুবই খুশি। একজন রিকসা চালক বলেন, তীব্র তাবদাহে যখন বড়ই ক্লান্ত ঠিক সেই সময় এই শরবত পেয়ে আমি যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এক গ্লাস নয়, যে যত গ্লাস পারবে শরবত খাবে সেই ব্যবস্থা রেখেছে যুব সমাজ।
শান্তিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই শরবত বিতরন কাজে জড়িত একজন যুবক জানান, আমরা বন্ধুরা মিলে শরবত বিতরন কর্মসুচি পালন করছি। প্রতিটি পাড়া মহল্লায় যুব সমাজ ও সামাজিক সাংস্তি সংগঠনগুলোর এমন আয়োজন করা উচিত।
Leave a Reply