মোঃ রিপন আলী (নিজস্ব প্রতিবেদক): গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি ও পবিত্র বারুণী স্নান উপলক্ষ্যে আগত লাখো পূণ্যার্থীর সেবায় প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের শিক্ষার্থীরা মতুয়া বিদ্যার্থী পরিষদের তত্ত্বাবধানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও জলছত্র আয়োজন করেছেন।
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ সালের ১১ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তৎকালীন সমাজে পিছনে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ফলশ্রুতিতে সমাজে পিছিয়ে পড়া বৃহৎ জনগোষ্ঠী তাঁর ভক্ত হয়ে উঠে, যাদের মতুয়া নামে অভিহিত করা হয়ে থাকে।
পৃথিবীর বিভিন্ন দেশ হতে এ পবিত্র অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের প্রায় ১৫-২০ লাখ ভক্তের আগমন হয়। এ অসংখ্য মানুষের সেবায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী মানুষের সেবাদানের লক্ষ্য ২০১৭ সাল হতে নিয়মিত এ অনুষ্ঠানে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও জলছত্র আয়োজন করে আসছেন, এ বছর তাদের এ সেবাদান কার্যক্রম ০৬ ও ০৭ এপ্রিল এ দু’দিন চলবে। উল্লেখ্য পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের তিরোধানের পর তাঁর যোগ্যপুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সমাজের নিম্নবর্ণের মানুষের মাঝে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে পূজনীয় হয়ে আছেন।
Leave a Reply