মন আজ নাচে মোর
বৃষ্টি পড়ার ছন্দে ,
মন ভরে আজ তাই
বনফুলের গন্ধে ।
আষাঢ় মাসের আকাশটাতে
মেঘের ঘন ঘটা ,
মেঘের ডাকে নেই মনে
কাজ ছিল আজ ক’টা ।
কোন কাজে মন বসেনা
বারছে অলসতা ,
হৃদয় মাঝে ঢেউ খেলে আজ
হাজার ছড়ার কথা ।
বৃষ্টি পড়ার তালে তালে
নাচছে ময়ুর ওই ,
নাচছে আরো খোকা খুকু
করছে যে হৈচৈ ।