ফেসবুকের একটি ভুয়া আইডি ব্যবহার করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বগুড়া শাখার ৭নং যুগ্ম আহ্বায়ক শ্রী প্রতেন চন্দ্র সরকারের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগটি বগুড়া ধুনট উপজেলায়, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
, ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা প্রতেন চন্দ্র সরকার ফেসবুক আইডি “গরম সত্য নিউজ ধুনট বগুড়া” (লিংক: facebook.com/ramsajahjkna.ramah.80682) থেকে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ৭ জুলাই সকাল ১০টার দিকে তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে দেখতে পান, ওই ভুয়া আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ধুনট থানার এসআই এস এম অমিত হাসান মাহমুদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।