1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেনা অভিযানে রাজশাহীর ‘সন্ত্রাসী সাংবাদিক’ জুলু গ্রেপ্তার-অস্ত্র উদ্ধারে ১০ দিনের রিমান্ড আবেদন ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দখল পাল্টা দখল : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অচলাবস্থা কাটছে না এনাম মেডিকেল কলেজে কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি, কর্তৃপক্ষের আশ্বাসে ফের স্বাভাবিকতা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এটি আঃলীগ বিধান- হাসনাত বগুড়া ডিবি পুলিশের অভিযানে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী গ্রেফতার বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়, এপিবিএন সদস্যসহ ছয়জন আটক কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন জরুরী বিভাগে ডিউটি রেখে পাইভেট চেম্বারে ব্যস্ত ডা. শিপলু সরকার

কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা

reporter মামুন মোল্যা .নড়াইল
calendar প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

নড়াইলের কালিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে কালিয়া প্রেসক্লাবের সদস্য ও জোষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে বড়দিয়া কলেজের তিন মাথা মোড়ে মোটর সাইকেলযোগে পৌঁছালে দুবৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলার করে।

ওই রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এক জরুরী সভায় এ হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা তীব্র নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

উপজেলার বড়দিয়া বাজার থেকে রাত পৌঁনে ১০টার দিকে পেশাগত কাজ সেরে প্রতিথযশা জ্যেষ্ঠ্য সাংবাদিক জিহাদুল ইসলাম মোটরসাইকেল যোগে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের সামনে তিন মহনা মোড়ের একটু সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গতিরোধ করে তাঁর ওপর হামলা করে। স্থানীয়রা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নড়াইল জেলা ব্যাপী সাংবাদিক মহল,বিভিন্ন পেশাজীবি সংগঠন ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ,নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিয়া প্রেসক্লবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ দৈনিক ঘোষণা কে বলেন, এটা শুধু সাংবাদিক জিহাদুল ইসলামের ওপর হামলা নয়; মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় এরপর কঠিন কর্মসূচী দেয়া হবে। এ বিষয় নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান দৈনিক ঘোষণা কে বলেন,এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com