মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত VWB (ভালনারেবল ইউমেন বেনিফিট) কার্যক্রমের আওতায় ২০২৫/২৬ চক্রের মুকসুদপুর উপজেলার VWB উপকারভোগী বাছাই এর লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ ঘটিকায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে তাসনিম আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজি ওহিদ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত VWB(ভালনারেবল ইউমেন বেনিফিট) কার্যক্রমের আওতায় ২০২৫/২৬ চক্রের মুকসুদপুর উপজেলার VWB উপকারভোগী ১৬টি ইউনিয়নে ২২৮৫ জন VWB উপকারভোগী মহিলা ২ বছর পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবে। VWB উপকারভোগীদের বাছাইয়ের লক্ষ্যে উপজেলার ৪টি ইউনিয়ন জলিরপাড়, উজানি, বহুগ্রাম ও খান্দারপাড় ইউনিয়নের আবেদনকারীদের মধ্য থেকে গণশুনানির মাধ্যমে উপকারভোগীদের বাছাই করা হয়।