বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদে ১০ কেজি করে ১৪৫০ জন উপকার ভোগীদের মাঝে আতপ চাল বিতরণ করা হয়েছে। ২৪ মে দুপুরে অত্র ইউনিয়ন কার্যালয়ে চাল বিতরণ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার রাকিবুল হাসান, ইউপি সচিব ফেরদৌস আলম, হিসাব সহকারী তারেক সহ সকল ইউপি সদস্য, উদ্যোক্তা, গ্রাম পুলিশের সদস্য ও উপকার ভোগীরা প্রমুখ। এসময় ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন বলেন, গরীব ও অসহায় মানুষ যেনো ঈদুল আজহা আনন্দের সাথে পালন করতে পারে যার জন্য এই উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ। এই চাল ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই চাল ক্রয় বিক্রয় করার বিষয়ে সকলকে অনুরোধ করেন।
Leave a Reply