খাগড়াছড়ির দীঘিনালায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে, রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়িতে পাচারকালে ১৪ হাজার প্যাকেট বিদেশি ORIS ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। অভিযানে দুই চোরাকারবারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
দীঘিনালা থানাধীন ১ নম্বর মেরুং ইউনিয়নের ছোট মেরুং পুলিশ ফাঁড়ির সামনে অভিযানটি পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম।ঘটনাস্থল থেকে সিগারেটের দুই টি গাড়ি জব্দ করা হয়।এবং দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১), উভয়ের বাড়ি সোবহানপুর গ্রামে। তাদের পিতার নাম মো. শামছুল আলম ও মাতার নাম মনোয়ারা বেগম।
এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, “এটি একটি পরিকল্পিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য বন্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনার পর পুলিশ বিশেষ ক্ষমতা আইন-এর ২৫-বি ধারায় একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে (নং-০৮, তারিখ-২৪/০৫/২০২৫)
পুলিশের এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply