বগুড়া গাবতলী উপজেলাধীন চকবোচাই গফুরের মিলের সামনে ট্রাক ও সিএনজি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৬ টায় বগুড়া গাবতলী চকবোচাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বগুড়া থেকে ছেড়ে আসা গাবতলী গামী সিএনজি ও বগুড়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বগুড়া ঠনঠনিয়া হাড়িপাড়া গ্রামের পিতা মৃত মজিবুর রহমানের ছেলে নিহত সাইফুল ইসলাম মতি (৬০), আহত রুবিয়া ইসলাম বিউটি (৫৫), টিপু সুলতান (৪৫) ও সোনাতলা উপজেলার লেবু মিয়ার ছেলে আলমগীর হোসেন আলম (৪২)।
আহত ব্যক্তিদের কে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, সেখানে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম মতি মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক সত্যতা স্বীকার বলেন, সংবাদ পেয়ে ঘটনার স্থান থেকে ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে।
Leave a Reply