খুলনার রুপসায় স্ত্রীর পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে আবদার শেখ (৪৫) নামে এক প্রতিবেশিকে কুপিয়ে হত্যা করেছে সামী মনি শেখ। বৃহস্পতিবার ২২ মে রাত ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলার শ্রীফলাতলা ইউনিয়নের ভবানীপুর গ্রামে মো: মনি শেখের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুপসা উপজেলার ভবানীপুর গ্রামের মনি শেখ এর স্ত্রী তানজিলা বেগম (৩৫) এর সাথে আবদার শেখের সাথে দীর্ঘ দিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার সময় পরকিয়ার জের হিসেবে মনি শেখ তার বাড়িতে আবদার শেখকে ঘরের বিছানায় স্ত্রীর সাথে দেখে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার লাশ টেনেহিচড়ে বাথরুমের পাশে খালি জায়গায় গর্তে বস্তাবন্দি করে মাটি চাপা দেয়। সে সময় তার স্ত্রী তানজিলাকেও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানজিলাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আরো জানাযায়, সামী মনি শেখ কিডনি এবং ফ্যাটি লিভার রোগে ভুগছিলেন তার অসুস্থতার সুযোগে তার স্ত্রী তানজিলা একই গ্রামের আবদার শেখের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন মনি শেখ তার বিছানায় স্ত্রীর সাথে ভিকটিমকে দেখে দুজনকে এলোপাতাড়ি কোপায়। রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান বলেন, মৃত আবদার শেখের সুতহাল রিপোর্ট প্রস্তুত সহ আনুসাঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। আসামি মনি শেখকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে
Leave a Reply