বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় উদ্যোগে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত বক্তারা বলেন মৃৎশিল্প হুমকির মুখে এই পেশাতে যাহারা জড়িত আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল মামুন তালুকদার উপ-পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল , শাহাজাদী আক্তার সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় বরিশাল, আকতারুজ্জামান তালুকদার উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার ওসি তদন্ত সুশংকর মল্লিক , উপস্থাপনায় ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা , গৌরনদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন বল , আগৈলঝাড়া সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, প্রান্তিক পেশাজীবী সহ অনেকে।
Leave a Reply