খুলনার দাকোপ উপজেলায় তিলডাংগা ইউনিয়নে গড়খালী এলাকায় অভিযান চালিয়ে লবন পানি তোলার জন্য দুই জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আজ দুপুর ১ টায় উপজেলার তিলডাঙা ইউনিয়নে গড়খালী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে লবন পানি উত্তোলনের দায়ে দুইজনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আদালতে নেতৃত্ব দেন দাকোপ উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো: জুবায়ের হোসেন জাহাঙ্গীর। ভ্রাম্যমান আদালত সত্রে জানা্যায়, বেশকয়েকদিন ধরে শিবসা নদী থেকে এলাকায় অবৈধভাবে লাবন পানি উত্তোলন করে আসছিল কামরুল সরদার(৪৫) ও ইউপি সদস্য মোয়াজ্জেম মোল্লা (৫৫)। লবন পানি উত্তোলন করার অপরাধে দন্ডবিধি ১৯৬০ এর ২৯১ ধারা মতে ভ্রাম্যমান আদালতের অভিযানে লবন পানি উত্তোলন কারীদের কাছ থেকে পৃথকভাবে ৫ হাজার করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, তিলডাঙা ইউনিয়ন তফসিলদার অহিদ মুরাদ, অফিস সহকারী মো: কামরুল ইসলাম, তিলডাঙা পুলিশ ফাড়ির ইনচার্জ হাসান আলী সহ সাংবাদিকবৃন্দ।
Leave a Reply