দক্ষিন জামশা, ৪ নং ওয়ার্ড, সিংগাইর, মানিকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মজিবুর রহমানের চৌচালা কাচা টিনের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার ভোরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ ৬০,০০০ টাকা হলেও সিংগাইর ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ২,০০,০০০ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার মহিবুর রহমানের নেতৃত্বে দক্ষ ফায়ার ফাইটাররা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে স্থানীয়রা প্রশংসা করেছেন।
Leave a Reply