বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ,তেজগাঁও কলেজ শাখার বায়োকেমিস্ট্রি উপশাখার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “রমজান নলেজ কুইজ ২০২৫” প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং বই উপহার প্রদান করা হয়। অংশগ্রহণকারীদের জ্ঞান অর্জনের আগ্রহ ও অংশগ্রহণের উৎসাহ প্রশংসনীয় ছিল। এই আয়োজনের মাধ্যমে ইসলামী জ্ঞান চর্চার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় উপশাখার প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হোসেন ও দপ্তর সম্পাদক নুরুল আলম ইব্রাহীম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি উপশাখার সেক্রেটারি আযান মাহমুদ। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিএমবি ৩৫ ব্যাচের ইভানা নুসাইবা। *২য় স্থান অধিকার করেন বিএমবি ৩৫ ব্যাচের জেরিন তাসনীম খান– *৩য় স্থান অধিকার করেন বিএমবি ৩৫ মোসাম্মদ মুবাশ্বিরা *৪র্থ স্থান অধিকার করেন বিএমবি ৩২ ব্যাচের নাইমুর রহমান আদনান।
Leave a Reply