1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এনসিপির দুই উপদেষ্টা পদত্যাগ না করলে বিদায় করুন, ড. ইউনুসকে সালাউদ্দিন আহমেদ। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টেম্পল ইউনিভার্সিটি ভ্যালেডিক্টোরিয়ান হলেন বাংলাদেশি সারা উদ্দীন কুয়েটে এবার প্রশাসনিক কার্যক্রমও বন্ধের ঘোষণা শিক্ষক সমিতির। পাঁচবিবিতে পিপিএল সিজন-৮ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত। জোর পূর্বক জমি দখল, প্রান নাশের হুমকি, জীবন রক্ষায় প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা মৌলভীবাজারে দুদকের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত। খুলনার দাকোপে লবন পানি তোলার অপরাধে জরিমানা। পাঁচবিবির আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান ” জৈষ্ঠ্য মাস “ ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ,শেরেবাংলা নগর,আগারগাঁও,ই-৩২,সৈয়দ মাহাবুব মোর্শেদ এভিনিউ,বল্ক নং-৪,ঢাকা-১২০৭।

এনসিপির দুই উপদেষ্টা পদত্যাগ না করলে বিদায় করুন, ড. ইউনুসকে সালাউদ্দিন আহমেদ।

👤 মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
🗓️ ১৮ মে, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ    / ৩৬ দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের একমাত্র ম্যান্ডেট সচ্ছ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। আমরা বলেছিলাম নির্বাচনমুখী জরুরী সংস্কার করে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, গনঅভ্যুত্থানের পর অন্তবর্তিকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু মনে করবেন না রোজ কেয়ামত পর্যন্ত আপনাদের আমরা এই জায়গায় দেখতে চাইবো। আজ শনিবার ১৭ মে বিকাল ৩ টায় খুলনার সার্কিট হাউজ মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কতা বলেন। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুন নেতাকর্মীরা সমাবেশ কর্মসুচিতে যোগদান করেন। ড. ইউনুসকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এখন মানুষ বলছে আপনার সরকার এনসিপি মার্কা সরকার। আপনার সরকারে এনসিপির দুই জন প্রতিনিধি বিদ্যমান। তারা উপদেষ্টা,তারা আবার এনসিপি সংগঠন করে। যদিও অফিসিয়ালি করেন না, কিন্তু সবাই সব কিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন, যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। তিনি আরো বলেন, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপদ উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন দেবে। এটা কিভাবে ভাবলেন? তিনি রোহিঙ্গা করিডোরের নামে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধ ক্ষেত্রে পরিনত করতে চায়। বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেননি, এদেশের রাজনৈতিক দল গুলোর সাথে আপনি আলাপ আলোচনা করেননি। অত্যান্ত ” অ্যারোগ্যান্টলি ” আপনার সেই উপদেষ্টা বলেছেন – তাতে নাকি কিছু যায় আসে না। আমরা দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টকে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে না হয় আপনি বিদায় করবেন। এি দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য, আমরা তা হতে দলব না। এই দেশে বন্দর করিডোর সবকিনাকি সরকারের অধিকারের মধ্যে পড়ে, বিদেশে আপনি কি কন্টাক্ট করে এসেছেন জানিনা। আপনি কি চুক্তি করে এসেছেন অবলিলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন? আপনার একমাত্র ম্যান্ডেট দেশে একটি সাধারণ নির্বাচন করা। যদি কোনদিন নির্বাচনের দাবিতে এই সরকারকে ঘেরাও করগে হয়, তা হবে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন দ্ধিধা দ্ধন্দ সৃষ্টি হোক, এদেশের জনগন যমুনা মুখী লংমার্চ করুক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন যৌথভাবে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান, ও ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির।
সমাবেশ স্থলে গিয়ে দেখাগেছে, তীব্র তাপদাহের কারনে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা আশপাশের গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। তীব্র তাবদাহ চললেও লোকজনের সমাগমে তিল ধরনের ঠাই নাই। সমাবেশের মঞ্চ নির্মানের কাজ শেষ হয়েছে। সমাবেশের জন্য ৬০ ফুট প্রশস্ত ও ৩০ ফুট দৈর্ঘ্যর মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশ স্থলের আশপাশের ১৫০ টি মাইক, ৪ সেটআপ লাইনারি ও ৩০ পেয়ার সাউন্ড স্থাপন করা হয়েছে। মাঠে মেডিকেল ক্যাম্প ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র ঘোষিত আজকের এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সভাপতি এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক এস এম শফিকুলআলম তুহিন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড: মোমরেজুল ইসলাম প্রমুখ। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিটের যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্র দলের ১৮ টি জেলার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com