নরসিংদীর রায়পুরা উপজেলার আতশালী বাজার সংলগ্ন এলাকায় সাবেক জেলা পরিষদ সদস্যের ব্যক্তিমালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর আলী মোল্লার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ইউনিয়নে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হঠাৎ করেই সম্প্রতি ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে তা দখলের চেষ্টা করেন আজগর আলী মোল্লা। এ বিষয়ে জমির মালিক রাজিব হোসেন হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, “জমিটি মুক্ত, এবং সম্পূর্ণ বৈধ মালিকানায় রয়েছে আমার। প্রতি শতাংশের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আজগর আলীর বন্দুকের হুমকি ও প্রভাব খাটিয়ে জমি দখলের প্রচেষ্টা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
অন্যদিকে আজগর আলী মোল্লা প্রতিবেদকের কাছে দাবি করেন, “উক্ত জমির দুইটি দাগের বিপরীতে আমি রাজিবের কাছ থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছি। সব কিছুই বিশ্বাসের উপর ভিত্তি করে হয়েছে। কোন কাগজপত্র নেই, তবে আমি ক্ষতিগ্রস্ত।”
আজগর আলী মোল্লা রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা করছেন। ইউনিয়নে এ নিয়ে ক্ষোভ বাড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং রায়পুরা প্রতিনিধি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে সঠিক তথ্য-প্রমাণ না জেনে মন্তব্য করা ঠিক হবে না। দলীয়ভাবে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব।”
এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলেও জানা গেছে।
Leave a Reply