দীর্ঘ ৭বছর পরে কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ মে কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটিতে শরিফুল ইসলাম নিশাত কে সভাপতি ও রেদোয়ানুর রহমান ওয়াকিউর কে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন রাজিব কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে। আহবায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল্লাহ আল মামুন সিনিয়র সহ সভাপতি রাফিউল ইসলাম নওশাদ যুগ্ম সাধারণ সম্পাদক। গত কমিটিতে মারুফ মিয়া কে সভাপতি ও ফেরদৌস আহাম্মেদ নেভিন কে সাধারণ সম্পাদক করে ১৮ সালে আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল এবং দীর্ঘ সাত বছর ২০২৫ সাল পযন্ত এই কমিটি দায়িত্ব পালন করেন।
Leave a Reply