প্রতিবেদক: মো: নয়ন মিয়া
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ রোকনুজ্জামান খান। তিনি সাবেক পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৪ মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ রোকনুজ্জামান খান যোগদান করেন।
একজন মেধাবী কর্মকর্তা হিসেবে মোঃ রোকনুজ্জামান খান বিগত কর্মস্থল সমূহে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান জানান, তিনি উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে স্মার্ট আমতলী বিনির্মাণে প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি আগামী দিনগুলোতে উপজেলায় তার দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply