প্রতিবেদক: আর.জে রবিউল ইসলাম ফরাজী
মা হচ্ছে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ। মা আমাদের জন্মদান করেন,মা নিজের জীবন বাজি রেখে দুনিয়ার আলো দেখায়, নিজের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে লালন পালন করেন এবং নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে গড়ে তোলেন । মায়ের ভালোবাসা খাঁটি, নিঃস্বার্থ এবং চিরন্তন। মা তার সন্তানদের জন্য তার নিজের চাহিদা এবং আকাঙ্ক্ষাকে উৎসর্গ করেন, সর্বদা তাদের অগ্রাধিকার দেন।
মা আমাদের শিক্ষক মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারে পৃথিবীর সকল দুঃখ কষ্ট ও ভালোবাসার কথা। মায়েরা আমাদের দুঃখের সময় আমাদের সান্ত্বনা দেয় এবং যখন আমরা হারিয়ে যাই তখন আমাদের পথ দেখায়। তারা আমাদের সবচেয়ে বড় সমর্থক এবং চিয়ারলিডার, সবসময় আমাদের সেরা হওয়ার জন্য চাপ দেয়। মায়েদের আমাদের মধ্যে সেরাটি দেখার একটি অনন্য ক্ষমতা রয়েছে, এমনকি যখন আমরা এটি নিজেদের মধ্যে দেখতে পাই না।
একজন মায়ের ভালবাসা একটি শক্তি যা সমস্ত বাধাকে জয় করতে পারে। এটি এমন একটি বন্ধন যা সারাজীবন স্থায়ী হয় এবং কিছুই কখনও এটি ভাঙতে পারে না। আমরা বৃদ্ধ হতে পারি, কিন্তু আমরা সবসময় আমাদের মায়ের সন্তান হয়ে থাকব।
পৃথিবীর সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবে না ।প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার স্বর্গ তুমি মা। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো ‘মা’ নামের নিঃস্বার্থ মানুষটি। হয়তো হাজার হাজার মায়েরা জানেই না আজকে মা দিবস। বর্তমানে মা,দিবস টা Social media এর Status এ শেষ হয়ে যায়। তাছাড়া ঐ ফুটপাতে জীবন যাপন মায়েদের জন্য হতো আরো অন্য রকম একটা দিন।
মনে হয়,না মা,কে ভালোবাসার জন্য মা’কে স্পেশাল অনুভব করার জন্য কোনো নির্দিষ্ট একটা দিনের প্রয়োজন। মা,হয়তো আজকে জানে না দিন টা শুধু তার, কিন্তু মা,নিজের কর্ম, নিজের দায়িত্ব নিঃস্বার্থ ভাবে পালন করে চলেছে। যখন আমাদের মা, জন্ম দিয়েছে তখন কিন্তু কোনো সন্তান দিবস ছিল না, সেই ছোট থেকে এখন অব্দি নিঃস্বার্থ ভাবে ভালোবেসে এসেছে কোনো নির্দিষ্ট দিন এর অপেক্ষা করেনি।
তাই আমি মনে করি মা,কে কোন একটি নির্দিষ্ট দিনে স্পেশাল মনে না করে প্রতিটা মুহূর্ত মা, কে স্পেশাল অনুভব করা আমাদের সকল সন্তানের উচিত।
সামনে থেকে একবার জড়িয়ে ধরে বলেই ফেলো না মা, আমি তোমায় খুব ভালোবাসি❣️❣️❣️
সেই সব মায়েদের জানাই ”মা” দিবসের শুভেচ্ছা যারা হয়তো জানেই না আজকের দিন টা তাদের জন্য। শুধু ‘মা দিবস’ এ নয়, মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের দিন হোক- প্রতিদিন সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ( I Love You Mother, Happy Mother Day2025)
পৃথিবীর সব চেয়ে সুখ কি জানেন? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জানেন? মা-বাবার চোখের পানি. সব চেয়ে অমুল্য রতন কি জানেন? মা-বাবার ভালোবাসা।
ভালোবাসো তাকে,যার কারনে পৃথিবী দেখেছো। ভালোবাস তাকে.. যে তোমাকে ১০ মাস ১০দিন গর্ভে রেখেছে…. ভালোবাস তাকে.. যার পা এর নিচে তোমার স্বর্গ আছে…. তিনি হলেন…..মা..।
মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না।
সকাল দুপুর রাত্রি বেলা পাইছি সবার অবহেলা। সকল দুঃখ যেতাম ভুলে মায়ের কোলে মাথা তুলে! মা যে আমার শেষ্ট বন্ধু , মায়ের কোলে সুখের সিন্ধু।
মা মাগো মা আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হবো বলে।
পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা।
মা জননী চোখের মনি, অসিম তোমার দান., সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান।
মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা। আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা।
মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা।
মায়ের প্রতি ভালোবাসা আমাদের সব সময় থাকা উচিত। আমাদের প্রত্যেক সন্তানের উচিত আমরা যেন আমাদের মায়েদের প্রতি অনেক যত্নশীল হই।
Leave a Reply