প্রতিবেদক: মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ
নওগাঁর পোরশায় আব্দুল আলিম ডালিম (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি পাশ্বর্বর্তী চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাইহোগা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ১১ মে দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সংশ্লিষ্টরা বলছেন তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। কিন্তু তার হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা যায়নি।
নিহত আব্দুল আলিম (ডালিম) নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ছাওড় দারুল হেদায়া কওমী মাদ্রাসার কিতাব বিভাগের আবাসিক ছাত্র ছিলেন। ওই মাদ্রাসার শিক্ষকরা জানান,
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল আলিম ডালিম সকলের অগোচরে কীটনাশক পান করে। জানতে পেয়ে রাতেই তার সহপাঠিরা অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় তার মৃত্যু হয়।
কেন তিনি কীটনাশক পান করলেন, কীটনাশক তিনি কোথায় পেলেন অথবার তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র কেন নিয়ে যাওয়া হলোনা তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির ব্যাপক তদন্ত দাবি করেছেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।
Leave a Reply