প্রতিবেদক: মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
খুলনায় বিএনপির উদ্যোগে নগরীতে এক মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় নগরীর খালিশপুর থানার ৭,৮ ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালিশপুর এলাকায় এই সমাবেশ র্যালী হয়েছে। স্থানীয় চিত্রালী বাজার চত্বরে মাদক বিরোধী র্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা। খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড : মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেয়দ আহসানউল্লাহ বুলবুল, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: লিটন খান, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, মো: মাফিজুর রহমান, মো: সবুজ, রসিউর রহমান, রুবেল, হ্নদয় মাস্টার, কালু জাহাঙ্গীর, আলমগীর, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ। এসময় বিএনপির সকল নেতৃবৃন্দ একযোগে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র্যালী শুরু করেন।র্যালীটি বিআইডিসি রোড হয়ে ক্রিসেন্ট গেটে গিয়ে শেষ হয়।
Leave a Reply