প্রতিবেদক: রনি কাউসার, শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে ৮জন কে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগীরা।
লিখিত বক্তব্যে তারা বলেন, কামালপুর গ্রামের মোঃ ওয়াসিম আলী, মাহাবুব আলী, হাবু আলী, মোঃ জাহির আলী, মোঃ জসিম আলী, মোঃ বাবু আলী, মোঃ বিশাল আলী ও মোঃ সজিব আলীসহ কয়েকজন ১৪ এপ্রিল রাতে কামালপুর জামাইপাড়ার আফজাল হোসেনের স্ত্রী মোসাঃ তানজিলা বেগম ও কামালপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ তোবজুল হক কে অবৈধ যৌন কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে আটক করে। তাদের আটকের পরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গ্রামে একটি শালিস করে তাদের সতর্ক বার্তা দিয়ে ছেড়ে দেয়া হয়। কিন্তু দেহ ব্যবসায়ী তানজিলা বেগম একজন বেপরোয়া নারী হওয়ায় গত ৮ মে শিবগঞ্জ থানায় আমাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের কারণে আমাদের পুলিশি হয়রানি করছেন। তানজিলা বেগমের দায়ের করা অভিযোগ সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে আমাদের হয়রানির হাত থেকে রক্ষা পেতে মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট উর্দ্ধেতন কর্তৃপক্ষে কাছে জোর দাবি করেছেন।
এদিকে, মোঃ তোবজুল হকের ছেলে বাবুল ইসলাম সতত্যা নিশ্চিত করে বরেন, শুধু আমার পরিবার নয়, তানজিলা বেগম আরো কয়েকটি পরিবারকে নিঃশ্ব করেছে
এব্যাপারে অভিযোগকারী তানজিলা বেগম বলেন, যারা আমার বিরুদ্ধে যৌন কর্মীর অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এদিকে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই খলিল বলেন, তানজিলা বেগম দায়ের করা অভিযোগটি তদন্ত করছি। সতত্যা যাচাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply