সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার শেরকোল গ্রামে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা ইউনিট। রোববার (১১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযান শেষে একটি পাওয়ার টিলারের গোপন চেম্বার থেকে ৩৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সূত্র জানায়, মাদকবাহী এই চালানটি চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়ে রাজশাহীর তানোর ও বাগমারা হয়ে সিংড়ার শেরকোলে পৌঁছায়। এরপর গোপন তথ্যে ভিত্তি করে গোয়েন্দা দল এলাকায় নজরদারি চালায় এবং এক পর্যায়ে পাচারে ব্যবহৃত টিলারের টুলবক্সে লুকিয়ে রাখা ফেনসিডিল সনাক্ত করা হয়।
আটককৃতরা হলেন, মো. মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও মো. শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপালনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং হযরত আলীর সন্তান। অভিযানে ব্যবহৃত টিলারটিও জব্দ করা হয়েছে।
ঘটনার বিষয়ে সিংড়া থানায় পরিদর্শক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলা থেকে মাদক প্রবেশ ঠেকাতে তারা প্রতিনিয়ত গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply