প্রতিবেদক: ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে ইউপি সদস্য স্বামীর মুক্তির দাবিতে স্ত্রী শেফালী আক্তারের সংবাদ সম্মেলন।
২২ মে দুপুরে ফুলপুর বাস স্ট্যান্ড ঘাসফড়িং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায় উপজেলার ভাইট কান্দি ইউনিয়নের ইউপি সদস্য দেওলা গ্রামের সৈয়দ আশরাফুল ইসলাম সফর গত ২২ এপ্রিল রাতে একটি নাশকতার মামলায় গ্রেফতার হন। এ ব্যাপারে স্ত্রী শেফালী আক্তার সংবাদ সম্মেলনে জানান। স্বামীর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ কামরুজ্জামানের সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। আমার স্বামী রাজনীতির সাথে জড়িত না। সৈয়দ কামরুজ্জামান তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তার জামিনের জন্য আদালতর সাক্ষ্য দিতে যাওয়ার কথা বলে মামলার বাদী সমন্বয়ক মমিনুল হক ২ লক্ষ টাকা দাবি করেছিল টাকা না দেওয়ায় সে আদালতে সাক্ষ্য দিতে যায়নি। এ সময় তার সাথে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সহ পরিবারের সদস্য গন উপস্থিত ছিলেন । এব্যাপারে সৈয়দ কামরুজ্জামান ও মামলার বাদী মমিনুল হক তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী জানান তথ্য প্রমানের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে মামলাটি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply