প্রতিবেদক: নিজস্ব
ঢাকা জেলা আশুলিয়া থানা অন্তর্ভুক্ত বিরুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দক্ষিণ পাড়া এলাকার নায়েব আলী মন্ডল এর ছেলে রুবেল মন্ডল (৩৬) কে দিন দুপুরে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে বিরুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত রুবেল মন্ডল রুহুল আমিন মেম্বারের ভাই বলে জানা যায়।
পুলিশ ও স্হানীয়রা জানান দুপুর (১২:৩০ ঘটিকায়) দিকে বিরুলিয়া পাড়াগ্রামের দেউন এলাকার নির্জন স্থানে রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্হানীয়রা।খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনের মাধ্যমে জানা যাবে। এছাড়া হত্যার কারণ ও হত্যাকারীদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Leave a Reply