প্রতিবেদক: ফজলে রাব্বি,বগুড়া
বগুড়া মহাস্থান গড়ে শাহ সুলতান বলখী (রহ.) এর মাজারের পবিত্রতা রক্ষায় শেষ বৈশাখের মেলাকে কেন্দ্র করে মাদক সেবন ও বিক্রয়ের দাবিতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখা উদ্যোগে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা বেলা ১১ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এর সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির আহবায়ক চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির যুগ্ন আহবায়ক ডাঃ এ এস এম রায়হান, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ মাহাবুব জ্জামান খান মিলন, ইঞ্জিনিয়ার মোঃ ইলিয়াস হোসেন, মোছাঃ হাফসা পারভিন হ্যাপি, মোঃ আলিম, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মুসাব্বির হোসেন শাফিন, প্রভাষক মোঃ জহুরুল ইসলাম, মোঃ ইমরান তালুকদার নিপু, মোঃ রিমন হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ সেলিম কাজী, মোঃ আশরাফুল, মোঃ তোহা, মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ফজলু প্রমুখ।
মানববন্ধন শেষে বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়, র্যাপিড একশন ব্যাটালিয়ান র্যাব-১২ কোম্পানি কমান্ডার এবং বগুড়া সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করা হয়।।
Leave a Reply