প্রতিবেদক: চকরিয়া ,কক্সবাজার
কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ০১(এক)জন পরোয়ানাভুক্ত আসামী ও ০১(এক)জন পুরাতন মামলার আসামী সহ সর্বমোট=০২(দুই)জন পলাতক আসামী গ্রেফতার।
*
জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে জনাব অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্ মহোদয়ের সার্বিক পরিকল্পনায় কক্সবাজার জেলার সকল ওয়ারেন্ট তামিল করার বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন। তার-ই প্রেক্ষিতে অদ্য ০৮/০৫/২০২৫ খ্রিঃ: জনাব মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চকরিয়া থানা মহোদয়ের এর তত্ত্বাবধানে, এসআই/নিঃ ফরহাদ রাব্বি ইষান, জুয়েল বুড়য়া, এএসআই/নিঃ পারভেজ মাহামুদ এবং ফোর্স জিআর-৩০৪/২৩ এর আসামী-জয়নাল উদ্দিন প্রকাশ ধলা মিয়া (৩৮), পিতা-হছি মোস্তাক, স্থায়ী: (সাং- রামপুর, গুরুইন্যাকাটা, এমদাইত্যাবর পাড়া, ০৮নং ওয়ার্ড, ইউনিয়ন- সাহারবিল) , উপজেলা/থানা- চকরিয়া, জেলা -কক্সবাজার, চকরিয়া থানার মামলা নং- ৪৯/১৯৩, তাং- ২২/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড এর এজাহার নামীয় আসামী-১। রাজিয়া বেগম প্রকাশ পুতিলা (৪৭), স্বামী- আবদুল জব্বার, পূর্ব পালাকাটা, কালাচাঁন পাড়া, ০৭নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply