জামান ভূঁইয়া
সোনার বাংলা তোমায় আমি
কত ভালবাসি ,
সোনায় ভরা দেশটি আমার
তাইতো এত হাসি ।
বিজয় এনে দিলে যারা
মোদের মুক্তি সেনা ,
বুকের তাজা রক্ত দিয়ে
স্বাধীনতা কেনা ।
স্বপ্নে ঘেরা আমার এ দেশ
বিশ্বের মাঝে সেরা ,
সকাল বেলা উঠে রবি
পূর্ব দিকে ঘেরা ।
চাঁদের আলোয় রাতের বেলা
জোতস্না ঝলমল ,
রুপে ভরা বাংলা আমার
নদীতে কলকল ।
কোকিল ডাকে ফাগুন মাসে
ফুটে কত ফুল ,
বসন্ত আসে দক্ষিণ হাওয়ায়
চিন্তে হয়না ভুল ।
নদীর বুকে জোয়ার ভাটা
থাকে বার মাস ,
বর্ষা কালে নদীর জলে
ভাসে কত হাঁস ।
মাঝি মাল্লা পাল তুলে ঐ
কত দূরে যায় ,
নতুন বধূ ঘুরে বেড়ায়
পংখিরাজ নায় ।
সোনার ফসল কাটে চাষি
অগ্রহায়ণ মাসে ,
তাইনা দেখে চাষির বধূ
মুখটি চেপে হাসে ।
আমার দেশে গায়ের মেয়ে
কলসি কাখে করে ,
নদীর ঘাটে যায় সদা
পানি আনতে ভরে ।
আমার দেশে ঝিলের জলে
কলমি কমল ভাসে ,
শিশির ভেজা ঘাসে শুধু
মিটি মিটি হাসে ।
বনবাদাড়ে পাখপাখালির
কিচির মিচির সুরে ,
পশু গুলো মনের সুখে
এদিক সেদিক ঘুরে ।
রাখাল ছেলে গাছের ছায়ায়
বাঁশের বাশি নিয়ে ,
গায়ের মেয়ের মন কাড়ে
মধুর সুর দিয়ে ।
আমার দেশে সাগর তীরে
আছড়ে পরে ঢেউ ,
পাহাড় বেয়ে ঝর্নার ধারা
দেখবে এসে কেউ ?
এত রুপ দিয়ে এ দেশ
সাজালেন দয়াময় ,
তাইতো আমার এ দেশে যে
সুখের বন্যা বয় ।
Leave a Reply