রাজু আহমেদ .নীলফামারী জেলা প্রতিনিধিঃ রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যানারে বিক্ষোভ, মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করছে।
বিক্ষোভ, মিছিল ও অবরোধে নানান রকম স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। সুষ্ট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা।
৫ মে সকাল দশ ঘটিয়ায় ওয়াবদা মোড়ে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, (রংপুর-দিনাজপুর) মহাসড়কের ওপর বসে অবরোধ শুরু করে প্রতিবাদকারীরা। সড়কে বিক্ষোভ সমাবেশ করায় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়, প্রায় একঘন্টা পর সমাবেশ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় উপস্থিত আলহাজ্ব মোহাম্মদ আজহার সুলতান রেজবী আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ মমতাজ রসুল ও রিজওয়ান কাদের ও নাদিম মাশরাফি প্রমুখ এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তরা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’।
যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ। এসময় বক্তরা আরো বলেন, গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।
Leave a Reply