মোঃ আসাদুল ইসলাম নলডাঙ্গা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার পিপরুল ছান্দাবাড়ী গ্রামের বাবু মন্ডল (৩৫) পিতা মৃত মেছের মন্ডল এর বাড়ী পুরে ছাই। ০৪-০৫-২৫ ইং মধ্যরাতে আনুমানিক রাত ১:২০ মিনিটে বিদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত ঘটে।
কিস্তিতে উঠানো নগত ৩ লক্ষ টাকা, ১০ মন গম, ১টি ফ্রিজ, রসুন, ভূট্রা, মৌসুমি ফসল সহ ৯ টি ছাগল বাচাতে বাবু ও স্ত্রী পারভিন বেগম, আগুনে ঝলশে যায় পুরো দেহ। বর্তমানে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
বাড়িতে ৫টি রুম পুরে ছাই হয়ে যাওয়া বাবু মন্ডল বর্তমানে পথের ফকির। অন্যের জমি লিজ ও বাগী-বর্গা চাষী বাবুকে সাহায্যের আহবান জানিয়েছেন এলাকাবাসী।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি সাহায্যের দাবি এলাকাবাসীর।
Leave a Reply