মোঃ তৌহিদুল ইসলাম শামিম, হিলি প্রতিনিধি: ১লা মে২০২৫ ইং বৃহস্পতিবার মহান আন্তর্জাতিক মে দিবস।
মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দিনাজপুর জেলা সহ উপজেলাগুলোতে।
কর্মসূচির অংশ হিসেবে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে হিলিতেও একটি র্যালি বের হয়। এই র্যালিতে বিভিন্ন অঙ্গ সংগঠন একত্রিত হয়েছে ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করেন। এ সময় উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মোঃ সুজন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ফেরদাউস রহমান, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, পৌর আমীর মোঃ সাইফুল ইসলাম সহ আরো অনেকে।
র্যালি শেষে আলোচনাসভায় বক্তরা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ সহ, ন্যায্য মুজরির বিষয়ে গুরুত্বারোপ করেন।
মূলত এই দিবস টি কোন আনন্দ বা উৎসবের দিবস নয়, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগে শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদের আত্মত্যাগের স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক ৮ ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা হে শহরে জমায়েত হয়েছিল।
তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাত নামার বোমা নিক্ষেপ, এরপর পুলিশ শ্রমিকদের পর গুলিবর্ষণ শুরু করে।তারই ধারাবাহিকতায় শুরু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।
Leave a Reply