1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" ইসলাম " আমরা কোন পথে চলবো ? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা-মামলা বন্ধ করতে হবে: সাংবাদিক নেতৃবৃন্দ ১নং লামাকাজী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহান মে দিবস পালিত জনগণের দল বিএনপিতে সুযোগসন্ধানীদের ঠাঁই নেই -গৌছ আলী ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মে দিবস পালিত মহান মে দিবসে বিশ্বনাথ উপজেলা শ্রমিকদলের র‌্যালি ও আলোচনা সভা গৌরনদী উপজেলা গণ অধিকার পরিষদ কমিটি গঠন মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর হকার্সদলের বর্ণাঢ্য র‌্যালি উপজেলা বিএনপির সেক্রেটারী প্রার্থীর সাথে যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের মতবিনিময় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মনিরামপুরে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের অংশগ্রহণে পহেলা মে দিবস পালন। টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড নদীবন্দি চর নয়া বাড়ি: অবহেলায় বন্দী এক গ্রামের জীবন

” ইসলাম ” আমরা কোন পথে চলবো ?

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮ দেখেছেন

মোঃ জামান ভূঁইয়া 

ইদানীং সারা বাংলা দেশের অনেক আলেমের ওয়াজ শুনে হতবাক হয়ে যাই । কে কি বলছেন তা চিন্তা করে শেষ করতে পারছি না । একেক জন ইসলাম নিয়ে একেক রকম কথা বলেছেন । বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে বিতর্কের শেষ নাই । নবী হযরত মুহাম্মদ মোস্তফা ( সা: ) কে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন এ যুগে এসে । যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সহ সব কিছু সৃষ্টি করলেন , আর তাঁকে নিয়ে চলছে বিভিন্ন রকমের মাসআলা মাসায়েল । কেউ বলছেন আমাদের প্রিয় নবী নূরের তৈরী , কেউ বলছেন নবী মাটির তৈরী । এখন আমরা কোনটা মানব । কেউ বলছেন নবী জীবিত , কেউ বলছেন নবী অন্য মৃত মানুষের মতই মৃত্যু বরন করছেন । আমরা কোনটা মানব । আলেম সম্প্রদায়ের মাঝে যদি এ ধরনের বিরোধ থাকে তবে আমরা যারা কোরআন হাদিস সম্পর্কে বিস্তারিত জানিনা , তাহলে কি করব আমরা । কেউ বলছেন ফরজ সালাতের পর সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করার কোন প্রমান নাই , আবার কেউ বলছেন নবী হাত তুলে সাহাবিদের নিয়ে দোয়া করেছেন । আমরা এখন কোনটা করবো । সবাই প্রমান দিয়ে বলছেন । কেউ বলছেন মাজার পূজারী , কেউ বলছেন আমরা মাজার জিয়রত করি । মাজার জিয়ারত করা জায়েজ আছে । যারা মাজারে গিয়ে সেজদা করে , তারা শিরক করে । সালাতে দাড়িয়ে কেউ বুকের উপর হাত বাঁধে , কেউ নাভির নিচে হাত বাঁধে । কোনটা সঠিক তা , আলেমগন ভাল জানেন । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: প্রায় সাড়ে চৌদ্দ শত বছর আগে যা দেখিয়ে গেছেন , আর যা বলে গেছেন আমরা তার উপর আমল করার চেষ্টা করছি । যারা নবীজীর হাদিস সঠিক না বলে ভুল বা মিথ্যা বলেন , তাতে আমরা কেমন করে বুঝব কোনটা ঠিক আর কোনটা ভুল । সাড়ে চৌদ্দ শত বছর পরে এসে ফতোয়া দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে যার যার মত করে । আমরা এখন কোন পথে চলবো । কেউ সালাতে দাড়িয়ে পা অনেক ফাঁক করে দাড়ায় , কেউ আবার সালাতে পা অনেক কাছাকাছি করে দাড়ায় , এখন আমরা কোন পদ্ধতি সঠিক মনে করবো । আমরা চাই কোরআন হাদিস সম্পর্কে সঠিক তথ্য জানতে । নবী বলে গেছেন , তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি , তোমরা তাঁকে আঁকড়ে ধরে রাখ , তবে কখনো তোমরা গোমড়া হবে না , আর তা হলো আল্লাহর কোরআন আর আমার হাদিস ।
সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন আল্লাহ ।
নবী বলে গেছেন , ” এমন এক সময় আসবে , যখন ঈমান রাখা এমন কস্ট হবে যে , হাতের তালুতে জ্বলন্ত
আঙ্গার রাখতে যেমন কস্ট হবে তার চেয়েও বেশি কস্ট হবে ঈমান ঠিক রাখা “।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com